শিক্ষা প্রতিষ্ঠানের জন্য .edu.bd ডোমেইন নিবন্ধন


by N HOST BD
নতুন নীতিমালার আলোকে শিক্ষা প্রতিষ্ঠানের এখন .edu.bd ডোমেইন প্রয়োজন। এই ডোমেইন শুধুমাত্র বাংলাদেশী শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে সীমাবদ্ধ। অন্য কেউ ইচ্ছে করলেই .edu.bd ডোমেইন নিতে পারবে না। গ্রাম অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ গুলোতে অনেকেই এখনও জানেন না বা আবার অনেকের সঠিক ধারনা নেই যে কি ভাবে .edu.bd রেজিস্ট্রেশন করতে হয়। বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানী লিমিটেড (বিটিসিএল) বাংলাদেশের সরকারি টেলিফোন সংস্থা ও বাংলাদেশের সর্ববৃহৎ টেলিযোগাযোগ কোম্পানী। এই কোম্পানি bdia.btcl.com.bd ওয়েব সাইট থেকে .edu.bd ডোমেইন রেজিস্ট্রেশন দিয়ে থাকে।
তাহলে জেনে নিই কয়েকটা সহজ ধাপে ডোমেইন রেজিস্ট্রেশন করা যায় কিভাবেঃ
ডোমেইন সহজলভ্য কিনা দেখাঃ
আপনার কাছে ল্যাপটপ বা কম্পিউটার সহ ইন্টারনেট সংযোগ থাকলে ভিজিট করুন : bdia.btcl.com.bd এখান থেকে ক্লিক করুন Domain Search বাটনে।
তারপর Search for Domain এর ঘরে আপনার শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ ও বিশ্ববিদ্যালয় এর নাম দিয়ে সার্চ করুন। Please write a domain name without www. উপরের এই লেখোটি খেয়াল করুন। অর্থাৎ আপনার শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ ও বিশ্ববিদ্যালয় এর নাম এর পূর্বে www. লেখা থেকে বিরত থাকুন। আমি এখানে জনপ্রিয় একটি স্কুল 10minuteschool.com এর .edu.bd ডোমেইনটা সহজলভ্য কিনা দেখার জন্য 10minuteschool এবং শেষে edu.bd লিখে সার্চ দিলাম।
মজার বিষয় এটা এখন সহজলভ্য আছে বা available আছে বললে ভালো বুঝবেন। কিছুদিন পর হয়ত খালি নাও থাকতে পারে।
আপনারা আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ ও বিশ্ববিদ্যালয় এর নাম দিয়ে সার্চ করবেন। ডোমেইনটি সহজলভ্য বা available থাকলে নিচের ২টি বাটনের যে কোন ১টি তে ক্লিক করুন। bdia.btcl.com.bd এ আপনার শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ ও বিশ্ববিদ্যালয় এর নামে পূর্বে Sign up বা একাউন্ট করা থাকলে Login করুন। আর Sign up বা একাউন্ট করা না থাকলে Sign up করে তারপর Login করুন।
শর্তাবলী সম্পর্কে ধারনা নেয়াঃ
এর পরের ধাপে আপনাকে নিচের ছবিটির মত একটা পপ আপ দেখাবে। সেখান থেকে Terms and Conditions এর পর from here. এ ক্লিক করে নিজ দায়িত্বে পড়ে বুঝে শুনে সামনের ধাপে আগাবেন। আপনার পড়া শুনা শেষ হলে কন্টিনিউ বাটনে প্রেস করে Client Registration এর পেইজে যাবেন।
Client Registration যথাযথ ভাবে পূরনঃ
এই ফরমটা যথাযথ পূরণ করার জন্য দরকার হবে। প্রতিষ্ঠানের নাম, প্রধানের ই-মেইল এড্রেস বা প্রতিষ্ঠানের ই-মেইল এড্রেস । প্রতিষ্ঠান প্রধানের মোবাইল নাম্বার। শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রধান এর টিন। শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের জাতীয় পরিচয় পত্র এর নিচে নিজের মোবাইল নম্বর লিখে সেখানে প্রধান শিক্ষক নিজেই সত্যায়িত করবেন।। শিক্ষা প্রতিষ্ঠানের প্যাডে একটি আবেদন পত্র লিখে সেখানে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের সিল সহ স্বাক্ষর দিয়ে নিতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি পত্রের সত্যায়িত এক কপি ইত্যাদি প্রয়োজন হবে।
Payment করবেন যেভাবেঃ
পেইমেন্ট করার জন্য আপনার দরকার হবে একটি Prepaid Teletalk সিম এবং ডোমেইন এর দাম যত টাকা আসবে সেই পরিমান টাকা রিচার্জ করে রাখবেন। তারপর আপনার মোবাইল মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন BTCL<space>INVOICE_ID এবং Send করবেন 16222 নম্বরে। এই মেসেজ পাঠানরো পরে আপনি একটি রিটার্ন PIN_NUMBER এর মেসেজ পাবেন। আবার আপনার মোবাইল এর মেসেজ অপশনে গিয়ে লিখবেন BTCL<space>YES<space>PIN_NUMBER যে পিন নাম্বারটা আপনি মাত্র পেয়েছেন এবং পাঠাবেন 16222 নম্বরে।
তারপরও যদি মনে হয় এই ডোমেই কেনাটা আপনার জন্য কঠিন। অথবা ডোমেইন এর জন্য হোস্টিং প্রয়োজন হয় সেটা কিনতে পারছেন না? তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের সাথে যোগাযোগ করার জন্য মোবাইলে কল করুন: +88 01828 363436 অথবা ই-মেইল করুন: info@nhostbd.com
উপসংহারঃ .বাংলা ডোমেইন এবং .bd ডোমেইন এর ফি দেখার জন্য এখানে ক্লিক করুন। .বাংলা ডোমেইন সম্পর্কে বিষদ ভাবে জানার জন্য এই পোস্টটা পড়তে পারেন। আর যারা ডোমেইন নেম কি তাই বুঝতে পারছেন না তারা ডোমেইন নেম কি প্রবন্ধটি পড়তে পারেন। পরিশেষে বলব প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য থাকুক নিজস্ব ওয়েব সাইট।
Recommended Posts

নিউজ পোর্টাল এবং টিভি চ্যানেল সাইট মাত্র ৫,০০০ টাকা !
November 21, 2018

ফ্রিল্যান্সিং কি? কেন? এবং শুরু করার প্রক্রিয়া?
September 26, 2017

ডট বাংলা ডোমেইন কি? ডট বাংলা ডোমেইন রেজিস্ট্রেশন করার উপায়!
August 29, 2017